উগান্ডায় জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ

উগান্ডার উত্তর-পূর্বাঞ্চলে জেল ভেঙে ২শ’র বেশি কয়েদি পালিয়েছে। পলাতক বন্দিদের ধরতে স্থবির করে দেয়া হয়েছে মোরোটো শহর।

বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, পালানোর সময় এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে কয়েদিরা। এ সময় ১৫টি বন্দুক আর গোলাবারুদ সংগ্রহে ছিল তাদের। মোরোটো পর্বতের পাদদেশে অবস্থিত কারাগারটি থেকে বের হয়ে পাশের পাহাড়েই লুকিয়ে পড়ে তারা।

নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে কয়েদিরা হলুদ পোশাক ছেড়ে জেল থেকে বের হন উলঙ্গ হয়ে। অভিযান চালিয়ে এ পর্যন্ত দুই কয়েদিকে পুনরায় আটক এবং দু’জনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন

জানা গেছে, গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত আসামিরা পালিয়ে গেছে। হত্যাকারী, ছিনতাকারী ও ধর্ষক রয়েছে পালিয়ে যাওয়াদের তালিকায়। তাদের আটকের ব্যাপারে উগান্ডায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পর এ নিয়ে উগান্ডায় তৃতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটালেন বন্দিরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

মতামতের জন্য সম্পাদক দায়ী নন