আমরা প্রত্যেকে করোনা যুদ্ধে সামনের কাতারের সৈনিক : কাজল কায়েস

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৭:৫১ অপরাহ্ণ

প্রিয় সহকর্মী, শুভেচ্ছা জানবেন।

করোনা ভাইরাসের কারণে আমরা কঠিন সংকটের মধ্যে আছি। কার্যত পুরো বিশ্ব যেন করোনা মোকাবেলায় যুদ্ধে নেমেছে। আমরা প্রত্যেকে এ যুদ্ধের সামনের কাতারের সৈনিক। পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকে পেশাগত দায়িত্ব পালন করছি।

প্রিয় সহকর্মী, আপনারা অবগত আছেন, লক্ষ্মীপুর আনলাইন সাংবাদিক ফোরামকে গুছিয়ে তুলতে অনেকে সহযোগিতা করেছেন। ফোরামকে গতিশীল ও চলমান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এখন করোনার কারণে আমাদের ধীরগতিতে এগুতে হচ্ছে।

পবিত্র রমজানে আমাদের অস্থায়ী কার্যালয়ে সভা, ইফতার-দোয়ার আয়োজন করাসহ গুরুত্ববহ কিছু পরিকল্পনা ছিল। এরমধ্যে অন্যতম ছিল মূল ধারার সাংবাদিকতার মাধ্যমে পেশাদারিত্ব নিয়ে এগিয়ে চলার ক্ষেত্রে আপনাদের পরামর্শ ও মতামত।

আমি এ তাগিদ সবসময় অনুভব করি। আশা করি চলমান সংকট কেটে গেলে আমরা পুরো কাজগুলো করতে পারবো, ইনশাআল্লাহ।

এরজন্য সবার সহযোগীতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে পেশাদারিত্বসহ সব বিষয়ে আমরা ভালো কিছু করতে পারবো, ইনশাআল্লাহ। পরিশেষে আপনি ও আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন।

নিরাপদে থাকবেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করার প্রত্যাশা করছি। সবাইকে আগাম ঈদ মোবারক।

কাজল কায়েস

সভাপতি

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন