আবহাওয়ায় বদলে যাবে ইতিহাস

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ জুলাই, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ

ইসরাতের সবুজ যুদ্ধ ও ব্যক্তিগত অভিজ্ঞতা

বই নিয়ে বসি প্রতিটি সন্ধিক্ষণে টের পাই পরিবারের অনুপস্থিতি। ফালতু নিয়মগুলো ধাক্কা মারে শুদ্ধ মস্তিষ্কে। গঙ্গাপ্রাপ্তির চেয়ে আত্মাদর নেহাত কম নয় বলে চেপে যেতে হয় দাসত্বধারীদের মাঝে। সোডিয়ামের বাতির সাথে স্বপ্ন গড়া একঝাঁক তারুণ্য যখন বৈষম্যের স্বীকার, স্বাধীন রাজপথ সেজে আছে তখন রক্তাক্ত গালিচায়। সবুজ যুদ্ধের সাথে হতাশ চোখগুলোর প্রতিক্ষা- এই রক্তদাগ মুছে আসবে শুদ্ধসমাচার। আবহাওয়া বদলে যাবে ইতিহাস খ্যাত রাজপথ ছেড়ে ফিরে যাবে সকলে ঘরে দলীয় আক্রোশের ছোবলে কোদাল মেরে ১৭৫৭ এর ইতিবৃত্তের ব্যতিক্রম হবে। পাঠ্যমুখীতায় হবে হিসাব বিহীন শুদ্ধ শস্য, শ্যামল চিন্তা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন