আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন পিটারসেন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ১:৩৫ অপরাহ্ণ

আইপিএলের ১৩তম আসরের শুরু থেকেই ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন।

আরব আমিরাতে লিগের সম্প্রচারকারী চ্যানেল ব্রডকাস্টারদের ধারাভাষ্যকার প্যানেলে নিয়মিতই কাজ করছিলেন তিনি।

কিন্তু আসরের দ্বিতীয় পর্বের শুরুতেই হঠাৎকরে নিজেকে সরিয়ে নিয়েছেন পিটারসেন।

গত ১৫ অক্টোবর টুর্নামেন্টের ১৩তম আসরের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব।

সেই ম্যাচ শেষ হওয়ার পরই পিটারসেন এবারের আসরে আর ধারাভাষ্য না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন।

এতে বিস্মিত হয়েছেন অনেকেই।

হঠাৎ কী কারণে পিটারসেন এমন সিদ্ধান্ত নিলেন সে কথা জানতে কৌতূহলী হন তার ভক্ত-অনুরাগীরা।

পর দিনই টুইটারে এমন সিদ্ধান্ত নেয়ার পেছনের কারণ জানিয়েছেন পিটারসেন।

তিনি জানান, পরিবারকে সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পিটারসেন টুইটে লেখেন– ‘পরিবার ও সন্তানদের সময় দিতেই আইপিএলের মাঝপথ থেকে সরে দাঁড়ালাম। ঘরে ফিরে যেতে চাই। বছরটি খুবই কঠিন সময় যাচ্ছে। এখন সন্তানদের স্কুল বন্ধ রয়েছে। আমি তাদের সঙ্গে প্রতিদিন সময় কাটাতে চাই।’

 

তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর, টুইটার

মতামতের জন্য সম্পাদক দায়ী নন