অচিনপুর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

আমিনা ইকবাল:
সেদিন হঠাৎ অন্তপুরে, কান্নার সুর বাজলো
ধোঁয়া উড়িয়ে বড়ই পাতা করুন সুবাস ছড়ালো,
ক’টা বাঁশের বিষর্জনে প্রতিবেশী কাজে লাগলো
মসজিদেতে খবর রটিয়ে প্রকৃতি আপন রুপে সাজলো।
বুকের ভেতর হৃদকম্পন
তবে কি আমি অশরীরী
হাহাকার চিত্তে চিৎকার ধ্বনি,
উফফ ওমা পানিটা এত্ত গরম কেনো?
শুনছো তুমি ওগো মা
ঘরটা আমার মাটি দিয়ে বানানো,
বাবা আমার জন্য জবা রঙের জামা কিনে দিতো
তবে আজ তা সাদা কেনো?
অবশেষে কোথায় আমি যাচ্ছি শুভ্র বেশে
একা একা অচিনপুরে না ফেরার দেশে।
হিসেব-নিকেশ চুকেনি তো
অতঃপর সময় শেষ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন