‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কেউই রাখে না’

নিজস্ব সংবাদদাতা:
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শরীয়াহ বিষয়ক সম্পাদক মুফতি লুৎফুর রহমান ফরায়েজি বলেছেন, সরকার মনগড়া শিক্ষা কারিকুলাম শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে। এভাবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কেউই রাখে না। সরকার যে মনগড়া শিক্ষা ক্যারিকুলাম প্রণয়ন করেছে তা এদেশের মানুষ মেনে নেবে না। অচিরেই জাতীয় চিন্তার আলোকে সর্বাধুনিক, মননশীল ও জীবনমুখী পাঠ্যক্রমের মাধ্যমে সিলেবাস প্রণয়ন করতে হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে জাতীয় পাঠ্যক্রম প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শহরের ওয়েলকাম কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন, বটতলী মাদরাসার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, রামগঞ্জ কাশিমনগর মাদরাসার সহকারী অধ্যাপক মহি উদ্দিন, বেফাক বোর্ড লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নোমান সিরাজী প্রমুখ।