রায়পুরে মৃত্যুর ৮ মাস পর কবর খুঁড়ে কিশোরের লাশ তুললেন বাবা
![রায়পুরে মৃত্যুর ৮ মাস পর কবর খুঁড়ে কিশোরের লাশ তুললেন বাবা](https://mohonanews.com/wp-content/uploads/2023/11/IMG_20231122_220747_750_x_390_pixel.jpg)
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে নিহত হওয়ার আট মাস পর এক কিশোরের মরদেহ কবর খুঁড়ে তুলে আলোচনার জন্ম দিয়েছেন ওই কিশোরের বাবা।
বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশ ও ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি জানালে তারা এসে মরদেহ কবর দিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, চরকাছিয়া গ্রামে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে ২২ ফেব্রুয়ারি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে এলাকার মনির হোসেন ভুট্টুর ছেলে মো. রাসেল মারা যান। এ ঘটনায় মামলা হওয়ার পর রাসেলের বড় চাচা চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামের শ্যালক একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুলসহ ছয়জন গ্রেপ্তার হন। পরে মামলা তুলে নেওয়ার জন্য দুই পক্ষের মধ্যে আপস হয়।
রাসেলের বাবা মনির হোসেন ভুট্টু বলেন, ‘তারা আমার ছেলেকে কেড়ে নিয়েছে। ২৮ শতাংশ জমি দেওয়ার কথা ছিল। টাকা-পয়সা জমি তো দেয়নি, উল্টো আমাকে এগুলো দিয়েছে বলে এলাকায় আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। কী করব, তাই মনের কষ্টে ছেলের লাশ কবর থেকে তুললাম। আবার কবর দিয়ে দিছি।’
রাসেলের মা ফাতিমা বেগম অভিযোগ করে বলেন, ‘ছেলেকে তো আর ফিরে পাব না। মামলা করার সময় আমাকে জানায়নি। আমার শুধু একটা সাইন নিছে, নজরুল মেম্বারে কী লিখছে বলতে পারি না। জমির কথা বললে আমার স্বামী, নজরুল মেম্বারের বড় ভাই বাবুল বেপারি ও তার ছেলে আমাকে মারধর করতে আসে।’
এ বিষয়ে জানতে ইউপি সদস্য নজরুল মেম্বারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি।
জানতে চাইলে বাবুল বেপারি বলেন, ‘মেম্বারের সঙ্গে জমি নিয়ে তাদের কী কথা হয়েছে আমি জানি না। তারা দুজনেই (নজরুল মেম্বার ও নিহত রাসেলের বাবা মনির হোসেন) আমার আপন ছোট ভাই। আমি কেন এক ভাইয়ের পক্ষ হয়ে আরেক ভাইকে মারতে যাব।’
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফরাজি বলেন, ‘লাশ তোলার খবর শুনে আমি গিয়ে দেখি মনির তার লাশ নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলে উনি বলেন, তার ছেলেকে দেখতে মন চাওয়ার কারণে সে কবর থেকে লাশ তুলেছে। পরে আমি উপস্থিত থেকে লাশ আবার তার মাধ্যমে কবর দিয়ে দিই। তাদের পরিবারের টাকা-পয়সা ও জমির বিষয় আমি কিছু জানি না।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, ‘মামলা হওয়ায় আসামিরা গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে আছেন। আজ লাশ তোলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে লাশ আবার কবর দেওয়া হয়েছে।’