রামগতিতে বিএনপির সাবেক এমপি নিজানের সহায়তা পেল ১৬০০ পরিবার
লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন এক হাজার ছয়শ’ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপি’র শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশ্রাফ উদ্দিন নিজানের উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল) এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন জানান, আর্থিক সহায়তা হিসেবে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার ৬০০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে আট লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. সিরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।