মুক্তমত দেশের ভার প্রতিবেদক : এমএন /আর প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২০ ৮:০৯ অপরাহ্ণ 19SHARES তাঁরা সবাকে দিয়েছে মেরে খোদা রেখেছে আমাকে ধরে। দিল লাল সবুজে দেশের ভার রাত দিন খেটে যাই কিছু করার। বাবার মনে আসা দিব পুরাইয়া খোদায় রাখে যদি আমায় বাঁচাইয়া। লেখেছেন: মো: শহীদুল ইসলাম পাটওয়ারী মতামতের জন্য সম্পাদক দায়ী নন আরও পড়ুন দেশের ভার ঐশ্বরিয়া দাসের ‘মা’ মায়ের ইচ্ছেতে সব অবক্ষয় কাটিয়ে রুখে দাঁড়ানোর এখনই সময়: নাজমুন নাহার একাত্তর টিভি ও বর্তমান প্রেক্ষিত প্রতিটি ধর্ষক যেনো আমাদের কর্মফলের প্রতিচ্ছবি