তুমি সুন্দর, তুমি অনন্য হে প্রকৃতির কন্যা

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

হোসাইন মোঃ ইসমাইল :
ভোরের আলো ফোটার আগেই চর ফ্যাশনের বেতুয়া ঘাটে এমবি টিপু নোঙ্গর ফেলেছে। কারণ তার গন্তব্য এই পর্যন্তই। সেই সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে আমাদের বোঝাই করে নিয়ে এসেছে দক্ষিণের শেষ বিন্দু লাগোয়া বেতুয়া ঘাটে। আমরাও সকাল অবধি অপেক্ষা করে উষার আলোর ঝলক গায়ে মেখে, হেলে দুলে নামলাম লঞ্চ থেকে।

আধা ঘন্টা আগের গুলিস্তানের শোরগোল এখন এখানেই শুধুই অতীত (লঞ্চ থেকে হাজার খানেক যাত্রীর হুড় হুড় করে নামা ও হকার রিক্সা ওয়ালাদের শোরগোল)। পল্টুন থেকে নামতেই ঘিরে ধরলো মিশুক ও অটো ড্রাইভাররা। তাদের চওড়া দামের খপ্পরে না পড়ে একটা অটো নিয়ে চললাম চরফ্যাশন সদরের উদ্দেশ্যে।

ভোরের স্নিগ্ধ হাওয়া আর দু’পাশের সবুজ ধানের ক্ষেত। এ যেন সাত সকালে পৃথীবিতেই স্বর্গীয় অনুভূতি। নারিকেল সুপারি গাছের ভিড়ে সুন্দর নান্দনিক টিন আর সেমি পাকা বাড়ি গুলো গ্রাম বাংলার রূপে মোহনীয়। চর ফ্যাশন শহরে এসে জ্যাকব টাওয়ার এর সামনে গিয়ে দাড়ালাম। কোলাহল মুক্ত খালি রাস্তা খুব সুন্দর। সাথে চারপাশে বাধানো নান্দনিক পুকুর, আর জায়ান্ট স্কিন এর মতো বিশাল মনিটর ও মুক্তমঞ্চ যেন পশ্চিমা কোন দেশের ক্যাপিটালের স্কয়ার..! পরটা, হাঁসের ডিম ও ভাজি দিয়ে নাস্তা সেরে আবার রওনা দিলাম দক্ষিণ আইচার কচ্চপিয়া ঘাট অভিমুখে…

এবড়ো থেবড়ো রাস্তা পার হয়ে গ্রামের ভেতর দিয়ে চলছে ইজি বাইক..! সবুজ আর প্রকৃতির ঘোর লাগা মিষ্টি একটা গন্ধ্যে বিমোহিত হতে হতে যাচ্ছি কচ্ছপিয়া অভিমুখে। রাস্তায় ছোট ছেলেমেয়েদের দল বেধে মক্তব থেকে বাড়ি ফিরা, খুব সুন্দর লাগলো..! উপকুলের মানুষরা বরাবরই ধার্মিক হয়। আর ধার্মিকতার শুরু হয় এই মক্তব (ইসলামী শিশু শিক্ষা) থেকেই। নানা পথ ঘাট বাজার পার হয়ে আমরা এসে পৌঁছালাম কচ্ছপিয়া ঘাটে।

কচ্ছপিয়া বাজারে মহিষের দই চেটেপুটে খেয়ে, সাড়ে দশটার লাইনের ট্রলার এ উঠে বসলাম। জন বিশপঁচিশেক মানুষ। তার ভেতরে কলেজ পড়ুয়া এক ললনার লাজুক ও উৎসাহী চাহনি। তার দিকে ব্যতিক্রম মার্কিং এর আবেদন মন্জুর করেই নিলো ততক্ষনে। ছোট খাল পেরিয়ে ত্রিমুখো নদীর মোহনায় যেতেই সুন্দরের হাতছানি, গভীর থেকে গভীরতম হচ্ছে। বিস্তৃত মেঘনার বড় আচল পেরিয়ে, হঠাৎই বনের ছোট খাল ধরে ঢুকে পড়লাম সবুজের ভিড়ে।

ট্রলার এর সামনে দু’পা ছড়িয়ে আয়েশ করেই ১৮০ ডিগ্রি লেন্স মেলে ধরেছি প্রকৃতির ভিড়ে। পাখিদের ডাক কানে লাগছে খুব। হিজল ও ম্যানগ্রোভ গাছের সারি, পাখি ও প্রাণীর উড়াউড়ি আর কলতানে মুখর এই আঙ্গিনা। আর মাঝে মাঝেই দল বেধে সাদা বকের উড়াউড়ি।

ঘন্টা দেড়েক চলার পরে কুকরি মুকরি দ্বীপের খেয়াঘাটে নামিয়ে দিলো আমাদের। নামার সাথে সাথেই কিছু বৃদ্ধ মানুষের আবেগ ও মায়াময় চাহনী এড়িয়ে, সামনে এগোতেই দেখি আমাদের সঙ্গী হযে পায়ে পা মিলাচ্ছে সেই মেয়েটি। মুখে কিছু প্রকাশ না করলেও চোখের ইশারায় বুঝিয়ে দিয়েছি, তুমি সুন্দর, তুমি অনন্য হে প্রকৃতির কন্যা। কিছু দূর হেঁটে এতোটাই মায়ায় পড়ে গেছি, এই মেঘনা মোহনার মায়ায় ঘেরা সবুজের জনপদ, চর কুকরি মুকরির। বাজারে গিয়ে হালকা নাস্তা ও প্রয়োজনীয় আনাজপাতি কিনে বাজার লাগোয়া একবাড়ি থেকে মুরগি কিনে চললাম ক্যাম্পসাইড নারিকেল বাগানের দিকে। মোটর সাইকেলে এ মেঠোপথ পাড়ি দিয়ে আবারও আমরা ম্যানগ্রোভ বনের খেতরে ঢুকে পড়লাম।

কিছু দুর কাদামাটি ও শ্বাসমূলের মধ্যদিয়ে হোচট ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে সরু ক্যানেলের পাড়ে এসে দাঁড়ালাম। ছোট একটা ডিঙ্গি নৌকায় পার হয়ে চলে আসলাম ওয়াচ টাওয়ারে। ৫ তলায় উঠে পাঁচক তানভির রান্নায় লেগে গেলো। আর আমরা দক্ষিণের বিস্তির্ন মেঘনা মোহনা ও বাতাসে ভর করে তাকিয়ে রইলাম দূর ঢালচরের বিন্দু কণার দিকে। অল্প সময়ে রান্না শেষ এরপর ভোজন পর্বের শুরু। এতোটা মজা ও স্বাদ, যেন তৃপ্তির শেষ নেই….!

অনেক হলো এবার যেতে হবে ক্যাম্প সাইডে। নিচে নেমে হাতের বামপাশে গভীর সবুজের বন আর ডানে বিস্তির্ন মেঘনার জলরাশি ধরে হাটছি বেলাভুমিতে…..

এখানে খুব সুন্দর বেঞ্চ পাতানো আছে, যদিও কিছুটা ভাঙ্গাচুরা। মালপত্র রেখে মেঘনায় গা ভেজানোর লোভে তর সইলো না। এর মধ্যে এক চাচার ঝাঁকি জাল দিয়ে ধরা ভাটা ও চিংড়ি মাছ নিলাম। সাথে আমাদের সামনেই মহিষের পাল থেকে দোহন করা মহিষের লিটার খানেক দুধ চাচা আবদার করেই দিয়ে গেলেন। নদী পাড়ের মানুষগুলো একটু বেশি সহজ সরল টাইপের হয়। আছরের আজান হয়ে যাওয়াতে চাচা তার ভেজা লুঙ্গি সমেত সবুজ ঘাসে উপর ওয়ালার কাছে মাথানত করার ব্যাপার টা নাড়া দিয়েছে হৃদয়..।

ঘন্টা খানেক লাফালাফি করে উঠে আসলাম, টিউবওয়েলের পানিতে মাছ কেটেকুটে গোসল সেরে, তাবু টাঙ্গিয়ে ক্যাম্প সাইড রেডি করতেই অন্ধকার আসি আসি করছে….

তবে মেঘনার শেষ প্রান্তে বিকালের রক্তিম সূর্য কতটা মোহময় তা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আছে বলে মনে হয় না। তিনজনই চুপচাপ পশ্চিম মুখি হয়ে বসে বিদায় দিয়েছি সেদিনের সূর্যকে। সন্ধ্যা নামার সাথে সাথেই শিয়ালের ডাকে ভড়কে গেলাম আমরা। এতো এতো শেয়াল যেন আমাদের কর্ডন করে রেখেছে নিরাপদ দুরত্ব দিয়ে। দ্রুত বন থেকে সংগ্রহ করা লাকড়ি জ্বালিয়ে রক্ষা করেছি নিজেদের। তবে দূরের দিকে লাইট মারলেই দেখা যায় অসংখ্য চোখ মিটমিট জ্বলছে…! এর মাঝে আগুনের সামনে বসে রান্নার কৌশলে মুগ্ধ করেই যাচ্ছে জাপানের সাগর পাড়ের ছোট শহর ওকিনো আইল্যান্ড মাতিয়ে তোলা রূপের রাণী তন্নীর চন্ডিদাশ। মুরগি, মাছ ভাজা সাথে সাদা ভাত তারপর মহিষের দুধ, এ যেন এক অমিয় সুধা। অতঃপর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে মেঘনার গর্জন ও চাঁদনি রাতের মায়াবী আলোকে সঙ্গি করে ঘুমিয়ে গেলাম, খুব ভোরে হরিণ দেখবো বলে।

খুব ভোরে রঙিন আভায় আলোকিত আকাশের রং দেখে তাবুর জানালা খুলতেই ঠান্ডা বাতাশের ছোয়া যেন শুভ সকালের আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছে উঞ্চতায়। এরপর কিলো দেড়েক চর পাতিলার দিকে হেটেও এই নির্জন দ্বীপে হরিণের দেখা পেলাম না। এই অদেখা বাস্তবতা পুঁজি করে ফিরে যাচ্ছি যান্ত্রিকতার নগর জীবনে। কোন এক শীত ও বসন্তের মাঝে আবার ফিরবো নির্জনতার এই দ্বীপে।

 

লেখক ও ভ্রমণকারী : হোসাইন ইসমাইল

মতামতের জন্য সম্পাদক দায়ী নন