এমপিওভুক্ত হলো ২৬১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় এই খবরটি জানিয়েছেন। এই খবরটির জন্য প্রায় তিন মাস অপেক্ষা করেছে এমপিও প্রত্যাশীরা।
শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে। অবশেষে জুলাই মাসের শুরুতে এসে এমপিওভুক্তির ঘোষণা এলো। তবে তালিকাটি চলতি বছরের মে মাসেই চূড়ান্ত করা হয়েছিল।
উল্লেখ্য, এমপিও বা মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ। এর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে সরকার পরিশোধ করে থাকে। এবং বেতনের বাইরেও তারা কিছু সুবিধা পেয়ে থাকে।
এমপিও নিয়ে কথা বলতে বুধবার দুপুর ১ টায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এ সময় কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বিস্তারিত তুলে ধরবেন তিনি।