৮ বছর পর ক্রিকেটে ফিরছেন শ্রীশান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ

স্পট ফিক্সিংয়ের কালো অধ্যায় পেরিয়ে দীর্ঘ আট বছর পর ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে ভারতের একসময়ের তারকা পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে কেরালার হয়ে খেলতে দেখা যাবে এই ফাস্ট বোলারকে। আগামী সোমবার দুচেরির বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে নিজের টুইটারে ভক্তদের বার্তা দিয়েছেন কেরালার এই পেসার। কঠিন সময়ে পাশে থাকা সকল ভক্তকে ধন্যবাদ জানিয়ে শ্রীশান্ত লিখেছেন, ‘সবসময়ই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার দিকেই এগিয়ে যাওয়া উচিত। সম্ভাবনা কম থাকলেও পিছিয়ে আসা উচিত নয়। ঈশ্বরকে ধন্যবাদ। এর পাশাপাশি ধন্যবাদ সকলকে এতগুলো বছর আমার পাশে থাকার জন্য।’

অনেক কাঠখড় পুড়িয়ে, মামলা মোকাদ্দমা করে ৮ বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শ্রীশান্ত। তারপরেও তার মাঝে সেই পুরনো আগ্রাসী মেজাজ দেখা গেছে। প্রস্তুতি ম্যাচেই পাওয়া গেছে তার প্রমাণ। এখনও বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখেন ৩৭ বছর বয়সী এই পেসার। সেই সম্ভাবনা নেই বললেই চলে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন