৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ মে, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

আগামী ৬ জুন থেকে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ভর্তি কার্যক্রম শেষে আগামী ১৬ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। তবে পরিস্থিতির উন্নতি না হলে সরকারঘোষিত পরবর্তী সময়ে ক্লাস শুরু করা হবে।

 

এজন্য ৩১ মে’র মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশের জন্য কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।

 

এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, চলতিমাসের মধ্যে এসএসসির ফলপ্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ঈদের আগে এবং পরে যে কোনো সময়ে ফলপ্রকাশ করা হতে পারে। এসএমএস করে শিক্ষার্থীর ঘরে ফল পৌঁছানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি।ফলপ্রকাশের এক সপ্তাহ পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরুর রীতি আছে। আমরা সেই প্রস্তুতিও নিচ্ছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন