৫ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন মোস্তাফিজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জুন, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ

পাঁচ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনসে বাঁ হাতি কাটার মাস্টার মোস্তাফিজ তোপ দেখেছে বিশ্ব।২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের সুখস্মৃতি এতোদিন (৫/২২) বার বার মনে করতে হয়েছে মোস্তাফিজকে।

৫ বছর আগের সেই স্মৃতিই ফিরে পেয়েছেন মোস্তাফিজ শনিবার। কাকতালীয় হলেও সত্য টোয়েন্টি-২০ ক্যরিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের ইনিংসটি  আগের সেই বোলিং কৃতিত্বকেই (৫/২২) করেছে স্পর্শ !

মোহামেডানের বিপক্ষে এদিন শুরুটা ছিল না মোস্তাফিজের প্রত্যাশিত। প্রথম ওভারে পারভেজ হোসেন ইমনের কাছে খেয়েছেন ছক্কা ! প্রথম দু’টি স্পেল ছিল তার ১-০-৭-০ও ১-০-৬-০ ! দ্বিতীয় স্পেলটি সেখানে ২-০-৯-৫ !

১৮তম ওভারের দ্বিতীয় বলে  মোস্তাফিজকে স্কুপ করতে যেয়ে বোকা বনে গেছেন সাকিব। হয়েছেন বোল্ড (১৫ বলে৩ চার-এ ২০)।ওই ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে ডিপ মিড উইকেটে শুভাগতহোম (২ বলে ৪) এবং সামছুর রহমান শুভ (৩৪ বলে ৩৩) দিয়েছেন ডিপ মিড উইকেটে ক্যাচ !

শেষ ওভারের তৃতীয় বলে আবু হায়দার রনি এলবিডাব্লু,৫ম বলে তাসকিন বোল্ড ! তাতেই টোয়েন্টি-২০ ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পূর্ন করলেন মোস্তাফিজ।

মোস্তাফিজের এই বোলিংয়েই স্লগে ধাক্কা খেয়েছে মোহামেডান। শেষ ৩০ বলে ৩৫ রান যোগ করতে হারিয়েছে মোহামেডান ৬ উইকেট ! প্রাইম ব্যাংকের মোস্তাফিজের এই  বোলিংয়ে (৪-০-২০-৫) মোহামেডান থেমেছে ১৫০/৮এ।ওপেনার পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরি (৩৮ বলে ৩ চার,১ ছক্কায় ৫০) রানের ইনিংসকে সঙ্গ দিতে পারেননি কেউ।

আগের ম্যাচে প্রথম বলে ফিরে যাওয়ার হতাশা কাটিয়ে উঠতে চেষ্টা করেও সাকিব থেমেছেন ২০ রানে (১৫ বলে ৩ চার)। ৩৩তম জন্মদিনে ৩৩ রান করেছেন সামছুর রহমান শুভ ৩৪ বলে। মোস্তাফিজের দিনে প্রাইম ব্যাংকের অফ স্পিনার নাহিদুল করেছেন মিতব্যয়ী বোলিং (৪-০-১৬-১)।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন