৪ দফা দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীরা রাস্তায়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করে তারা।

তাদের দাবিগুলো হলো- এক বছর নষ্ট না মানা, স্থগিত হওয়া ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলোতে অটো প্রমোশন দিয়ে ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী পর্বে সাথে সংযুক্ত করে ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া, প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করে অতিরিক্ত ফি প্রত্যাহার করা এবং ২০২১ সালে মধ্যে ডুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ দেয়া।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন