৪২৩ মার্কিন নাগরিককে নিয়ে ঢাকা ছাড়ছে বিশেষ ফ্লাইট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৪২৩ জন আমেরিকান নাগরিককে আজ সোমবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আজ সন্ধা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধা ৬টায় স্বেচ্ছায় ফিরতে আগ্রহীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬ টায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিক ও ৯ টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা হবে।

বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটটিতে মোট ৪২৩ জন আমেরিকান নাগরিক নিজ দেশে ফেরত পাবেন।

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রবিবার কালের কণ্ঠর এক প্রশ্নের উত্তরে বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের কিছু কর্মীও তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ছেন। তবে দূতাবাস খোলা থাকছে। দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো। এর পরও যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ফেরা না ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একান্তই ব্যক্তির সিদ্ধান্ত। 

অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ফিরে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁদের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে যেভাবে বিমানবন্দরে প্রবেশ করতে দেয় সেটিও আমেরিকানদের জন্য প্রযোজ্য হবে। আমেরিকানরা যেহেতু বিশেষ ফ্লাইটে ফিরছে সেহেতু দূতাবাসের প্রশাসনিক কিছু কাজের জন্য তাঁদের আগেভাগে আসতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সবার আগে সহযোগিতা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন