২০০ দিনমজুর পেল চেয়ারম্যান কবির পাটওয়ারীর খাদ্য সামগ্রী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২০ ১১:২৩ অপরাহ্ণ

মোঃশাকের : করোনা প্রতিরোধে বন্ধ হয়ে গেছে লক্ষ্মীপুরে দিনমজুরদের উপার্জন। যারা দিনে এনে দিনে খায়, উপার্জন বন্ধ হওয়ায় আজ তারা অসহায়। ছেলেমেয়েদের নিয়ে কস্ট করেই চলছে সংসার। এ কস্টকে লাগব করতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী ২০০ দিন মজুরকে খাদ্য সামগ্রী দিয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে তিনি দিনমজুরদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এ খাদ্য সামগ্রী। এতে চাল-ডাল, পেঁয়াজ, রসুন, তেল ও লবণসহ একটি পরিবারের ৭ দিনের খাবার রয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা যুবলীগের নেতা আবদুর জব্বার লাভলুসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির পাটওয়ারী বলেন, আমি সবসময় জনকল্যাণে কাজ করছি। এ মহামারিতে সরকারের নির্দেশনায় দিনমজুররা ঘর থেকে বের হতে পারছে না। এতে তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। এজন্য সাধ্যমতো খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যার ঘরে খাবার নেই এবং খাবার ক্রয় করার সারর্থ্য নেই এই দূযোর্গ সময়ে তারা আমার সাখে অথবা ওয়ার্ড় গ্রাম পলিশের সাথে যোগাযোগ করুন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন