১১ বছর পর পাক টেস্ট একাদশে ফাওয়াদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ

দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের হয়ে টেস্ট খেলার সুযোগ পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। সাউদাম্পটনে আজ থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান একাদশে সুযোগ পান তিনি। সর্বশেষ ২০০৯ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে খেলেছিলেন ৩৪ বছর বয়সী ফাওয়াদ।

২০০৯ সালের জুলাই শ্রীলংকার হয়ে টেস্ট অভিষেক হয় ফাওয়াদের। ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর চার ইনিংস ৬৬ রান করেন ফাওয়াদ। ফর্ম না থাকায় দল থেকেই বাদ পড়ে যান তিনি। টেস্ট দলে আর সুযোগ পাননি এ ব্যাটসম্যান।
তবে পাকিস্তানের হয়ে ২০১৫ সালে ওয়ানডে ও ২০১০ সালে টি-টোয়েন্টি খেলেছেন ফাওয়াদ।

অবশেষে এবারের ইংল্যান্ড সফরের পাকিস্তান টেস্ট দলে সুযোগ মিলে ফাওয়াদের। ম্যানচেষ্টারে প্রথম টেস্টের একাদশে সুযোগ পাননি তিনি। তবে দ্বিতীয় টেস্টে সুযোগ হলো ফাওয়াদের।

পাকিস্তানের এখন পর্যন্ত ৩টি টেস্ট খেলেছেন ফাওয়াদ। ১টি সেঞ্চুরিতে ২৫০ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪১ দশমিক ৬৬।

৩৮ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯৬৬ ও ২৪টি টি-টোয়েন্টিতে ১৯৪ রান করেছেন ফাওয়াদ।

সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হারে পাকিস্তান। এই টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে সফরকারীরা।

পাকিস্তান একাদশ : শান মাসুদ, আবিদ আলী, আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহ।

ইংল্যান্ড একাদশ : ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), অলি পোপ, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, স্যাম কুরান, ডম বেস, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন