হায়দারগঞ্জে আজ তাফসীর করবেন ড. মিজানুর রহমান আজহারী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০১৯ ১০:৩২ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুর হায়দারগঞ্জ আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ) ৫দিন ব্যাপী ৫৫তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব তাফসীরুল কোরআন মাহফিলের কাল শেষ দিন।

উপজেলার হায়দারগঞ্জ তাহেরীয়া রচিমুদ্দিন ঈদগাহ্ ময়দানে (২৪ থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর) ভোর ৬টায় আখেরী মোনাজাত’র মাধ্যমে সম্পন্ন হবে এ মাহফিল।
চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ’র খতিব আলেম কুলের শিরমনি আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী সাহব’র সভাপতিত্বে, মাহফিল কমিটির সেক্রেটারি ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবিরীর সার্বিক তত্ত্ববধানে সর্বশেষ পঞ্চম দিবস আগামীকাল শনিবার রাত ৯টায় তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক বক্তা মাওলানা ড.মিজানুর রহমান আজহারী।

জানা যায়, মাওলানা মিজানুর রহমান আজহারীর নাম শুনা মাত্রই মাহফিলের প্রথম দিবসের পূর্ব থেকে দেশের বিভিন্ন স্থান থেকে মুসিল্লিগন আসা শুরু করেছে। আয়োজকদের প্রত্যাশা এ বছর ৫ লাখের অধিক মুসল্লির মিলন মেলা হবে এ মাহফিলে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন