হাওরে আরও একজনের লাশ উদ্ধার, মোট ১৮

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২০ ১২:৩৩ অপরাহ্ণ

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে নৌকাডুবির ঘটনায় রাকিবুল ইসলাম (২২) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ওই হাওরের রাজালীকান্দা এলাকায় নিখোঁজ রাকিবুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মদন থানা পুলিশ।

রাকিবুল ময়মনসিংহের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এছাড়া আটপাড়া উপজেলার তেলীগাতী মঈনুল ইসলাম মাদরাসার শিক্ষক।

এর আগে বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরসিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিলে ইঞ্জিনচালিত একটি নৌকায় ঘুরতে উচিতপুর হাওরে আসেন। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা অনেকেই সাঁতরে প্রাণ বাঁচালেও ১৮ জন নিখোঁজ হয়। ওই দিনই ১৭ জনের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। ওই সময় নিখোঁজ ছিলেন রাকিবুল।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, নিখোঁজ রাকিবুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন