স্বাস্থ্যবিধি মেনে হোসেনি দালানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২০ ১:৩০ অপরাহ্ণ

করোনার কারণে এবার পবিত্র আশুরায় চারশ’ বছরের ঐতিহ্যের তাজিয়া মিছিল সড়কে বের হবে না। ফলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান চত্বরেই স্বল্প পরিসরে চলছে ঐতিহ্যবাহী এ মিছিল।

আশুরা উপলক্ষে রোববার সকাল থেকেই হোসেনি দালানে জড়ো হতে থাকেন হজরত ইমাম হোসেইনের (রা.) অনুসারীরা।

সকাল ১০টার দিকে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ার গেট থেকে তাজিয়া মিছিল শুরু হয়। হোসেনি দালান চত্বরের মধ্যেই এ আয়োজন সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে।

দিনটি উপলক্ষে পুলিশের পক্ষ থেকে আগে থেকেই রাজধানীতে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এরইমধ্যে হোসেনি দালান যে সড়কে সে সড়কে প্রবেশের মুখে ব্যারিকেড দেয়া হয়েছে। সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। একেকজনকে পরীক্ষা করে আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করানো হচ্ছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। কারবালার বিয়োগাত্মক ঘটনা স্মরণে প্রতিবছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করেন শিয়া মতাদর্শীরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন