সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার খামখেয়ালিপনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ মে, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখা গ্রহকদের কথা চিন্তা না করে তারা খামখেয়ালিভাবে কার্যক্রম পরিচালনা করে বলে মন্তব্য করেছেন কার্তিক সেন গুপ্ত। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হয়ে অবসর গ্রহণ করেন।

কার্তিক সেন গুপ্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন।

 

শুনেছি সরকারি অফিসে গ্রাহক সেবা সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। ব্যাংকে তো আরো বেশি যত্নের সাথে প্রাধান্য দেয়া উচিত ।
সোনালী ব্যাংক, লক্ষ্মীপুর শাখা স্থানান্তর করা হয়েছে ।
অথচ কোন ঘোষণা নেই – নোটিশ নেই।
আজ একটি কাজে ব্যাংকে গিয়ে জানলাম সোনালী ব্যাংক অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে । আমার মতো অনেকেই দূর দূরান্ত থেকে এসে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন ।
করোনা আতংক, প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে, ঘামে শরীর ভিজিয়ে , সময় নষ্ট ও টাকা খরচ করে গিয়ে দেখি ব্যাংক নেই । সিড়ি ভেঙে ৩য়, ৪র্থ তলা পর্যন্ত উঠে জানতে পারলাম ব্যাংক চকবাজার স্থানান্তর করা হয়েছে ।
নিচে নেমে নোটিশ খুঁজলাম । চোখে পড়েনি ।
একটা স্থানান্তর নোটিশ ঝুলিয়ে দিলে এমন কি ক্ষতি হতো ? গ্রাহকদের ভোগান্তি কমতো। অনেককেই বিরক্তি প্রকাশ করতে দেখেছি!
সিনিয়র সিটিজেন হিসেবে উষ্মা প্রকাশ করলাম ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন