সোনাইমুড়ীতে সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

সোনাইমুড়ী বাজারস্থ অল স্কয়ার হসপিটালের এমডি সাহাব উদ্দিনের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে অন্যের নামের মিটার নিজের প্রতিষ্ঠানে ব্যবহার করে পল্লী বিদ্যুৎ সমিতির বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

এ সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সাইকচাইল গ্রামের মৃত আবদুর জব্বারের ছেলে বৃদ্ধ হাজী আবদুর রব স্বাক্ষরিত অভিযোগ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশিষ্ট বিভিন্ন দপ্তরে জমা দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা যায়, বিগত ১৯৮০ সালে মেসার্স আবদুর রব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান সোনাইমুড়ী কলেজ রোডের পূর্বপাশ দিয়ে বিদ্যুৎ সংযোগ নেন। তিনি অসুস্ত হওয়ার পর ঐ প্রতিষ্ঠানটি বদু মিয়ার কাছে মৌখিকভাবে হস্তান্তর করা হয়। ২০১৩ সালে এই প্রতিষ্ঠান বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। পরে সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও অল স্কয়ার হাসপাতালের এমডি সাহাব উদ্দিন আইনবহির্ভূতভাবে সোনাইমুড়ী পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে ঐ মিটারটি থেকে হাসপাতালে সংযোগ নেয়। ২০১৩ সাল হতে জুলাই ২০২০ পর্যন্ত মিটারের সমপূর্ণ বিল পরিশোধ করে। পরবর্তীতে আগস্ট ২০২০ হইতে জানুয়ারী ২০২১ পর্যন্ত দীর্ঘ ৬ মাস যাবত সাহাব উদ্দিন উক্ত মিটারটির বিল এক লক্ষ উনাশি হাজার সাতশ চল্লিশ টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করে।

অপরদিকে, দীর্ঘদিন যাবৎ এ মিটারটির সংযোগ সাহাব উদ্দিন তার প্রতিষ্ঠানে ব্যবহার করেও পল্লী বিদ্যুতের পাওনা টাকা পরিশোধ না করায় আবদুর রবকে উকিল নোটিশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সোনাইমুড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলতাফ গহর চৌধুরী জানান, আবদুর রব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মিটারের মালিক হলেও অল স্কয়ার হাসপাতাল অবৈধ সংযোগ নিয়েছে। তবে এ মিটারের প্রায় দেড় লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে।

অপরদিকে, দীর্ঘদিন যাবৎ এ মিটারটির সংযোগ সাহাব উদ্দিন তার প্রতিষ্ঠানে ব্যবহার করেও পল্লী বিদ্যুতের পাওনা টাকা পরিশোধ না করায় আবদুর রবকে উকিল নোটিশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

সোনাইমুড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলতাফ গহর চৌধুরী জানান, আবদুর রব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মিটারের মালিক হলেও অল স্কয়ার হাসপাতাল অবৈধ সংযোগ নিয়েছে। তবে এ মিটারের প্রায় দেড় লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন