সীমিত পরিসরে চালু হচ্ছে ওমরাহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ

শিগগির সৌদি আরবে অবস্থানকারী হাজিদের জন্য ওমরাহ সেবা চালু করবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত রবিবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ সেপ্টেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হবে। তা ছাড়া আগামী এক জানুয়ারি ২০২০ থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হবে। মন্ত্রণালয় আরো জানায়, কর্তৃপক্ষ ধীরে ধীরে ওমরাহ পরিষেবার স্থগিতাদেশ প্রত্যাহার করবে। তা ছাড়া করোনা মহামারি রোধে একটি নির্দেশনা প্রকাশের পরিকল্পনা করে তারা। সূত্র মতে, সৌদির অভ্যন্তরীণ হাজিরা প্রকাশিত স্বাস্থ্যবিধি মেনে ওমরাহে অংশগ্রহণ করতে পারবেন। ওমরাহে অংশ নিতে হাজিদের করোনা নেগেটিভ হওয়ার একটি সার্টিফিকেটও প্রমাণস্বরূপ দেখাতে হবে। তা ছাড়া অনলাইন আবেদনের মাধ্যমে অনুমোদিত সব হাজিকে ওমরাহর তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. হুসাইন আল শরিফ উকাজ সৌদি গেজেটে বলেন, সর্বশেষ হজের ব্যতিক্রমী সাফল্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মন্ত্রণালয় আগামী ওমরাহের পরিকল্পনার জন্য কাজ করবে। তা ছাড়া আগামী ওমরাহে উচ্চ মানের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে।

সূত্র : সৌদি গেজেট

মতামতের জন্য সম্পাদক দায়ী নন