সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৬

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

আজ শনিবার, ৪ মার্চ রাতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিস্ফোরণে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। বর্তমানে ৫ জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

 

চমেক হাসপাতালের তথ্যকেন্দ্র জানায়, নিহতরা হলেন- শামছুল আলম, ফরিদ, রতন লখরেট, মো. শহীদ এবং মো. কাদের। হাসপাতালে চিকিৎসাধীন ২৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

 

আহতদের মধ্যে প্রাথমিকভাবে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২). মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা বয়স (৩৫), শাহরিয়ার (২৬) ও মো. জাহিদ হাসান (২৬)।

 

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি। জানা যায়, রড তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আশেপাশে থাকা ৫-৬টি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন