সাধারণ রোগের চিকিৎসায় লক্ষ্মীপুরে স্বাস্থ্যবিভাগের ১১ হটলাইন চালু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ১১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে বসে সাধারণ রোগের চিকিৎসা সেবা পেতে লক্ষ্মীপুরে ১১ টি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হটলাইন নাম্বারগুলো ২৪ ঘন্টা চালু থাকবে।

বুধবার (১০ জুন) রাতে জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সাধারণ রোগের চিকিৎসা পেতে লক্ষ্মীপুরের সরকারি হাসপাতালগুলোতে ১১ টি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। এরমধ্যে সদর হাসপাতালে ৬ টি, রায়পুরে ১ টি, রামগঞ্জে ১ টি, রামগতিতে ১ টি ও কমলনগরে ১ টি। এছাড়া যেকোন পরামর্শের জন্য সিভিল সার্জন কার্যালয়েও একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। নাম্বারগুলো ২৪ ঘন্টা সচল থাকবে।

উপজেলা ভিত্তিক হটলাইন নাম্বারগুলো হল, সদর হাসপাতাল 01730324773, 01712739378, 01711339857, 01823704521, 01822120667, 01853196135, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 01730324856, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 01730324857, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 01730324859, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 01730324858, সিভিল সার্জন অফিস 0381- 61336। একই সঙ্গে জাতীয়ভাবে চালু থাকা দুটি হটলান নাম্বার (১৬২৬৩, ৩৩৩) থেকে সাধারণ রোগের চিকিৎসা সেবা পাওয়া যাবে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গফ্ফার জানান, করোনা সংক্রমণ রোধে সাধারণ রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা সরকারি হাসপাতালে ১১ টি হটলাইন নাম্বার চালু করা হয়েছে। যেকোন সময় এসব নাম্বারে কল করে চিকিৎসা সেবা ও পরামর্শ নেওয়া যাবে। প্রসঙ্গ, জাতীয় স্বাস্থ্য বিভাগ থেকে দেশের ৫০ টি জেলাকে পুরোপুরি লকডাউনের আওতায় রাখতে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে লক্ষ্মীপুরও রয়েছে। তবে জেলা প্রশাসন এখনো জেলাকে লকডাউন করার কোন পরিকল্পনা নেয়নি। এ জেলার ৫ উপজেলায় শুরু থেকে এখনো পর্যন্ত ৩৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৫ জন মৃত ব্যক্তির করোনা শনাক্ত হয়। ইতিমধ্যে ১৫২ জন সুস্থ হয়েছে। বাকি ২০১ জন জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন