সাংবাদিকতায় বর্ণাঢ্য জীবন মান্নান ভূঁইয়ার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আব্দুল মান্নান ভূঁইয়া লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক এলান পত্রিকার প্রকাশনা শুরু করেন ১৯৮৪ সাল থেকে। সাংবাদিকতায় রেখে গেছেন বর্ণাঢ্য জীবন। লক্ষ্মীপুরে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে ছিল তার ভূমিকা।

দেশের প্রথমস্তরের একাধিক গণমাধ্যমে কাজ করছেন তার শীর্ষরা। তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।


বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারনে লক্ষ্মীপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তার নামাজের জানাযা লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আজ (বৃহস্পতিবার) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন