‘সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করে সংসদ’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০১৯ ৮:৩৯ অপরাহ্ণ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাষ্ট্রের তিন অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ সংবিধান অনুযায়ী জনগণের স্বার্থেই কার্য সম্পাদন করে। সংসদীয় গণতন্ত্রে সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।

মঙ্গলবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (সিএসসিএসসি) ‘পার্লামেন্ট: রোল, ফাংশন অ্যান্ড পার্লামেন্টারি প্রাক্টিসেস ইন দ্য কনটেক্সট অব পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক এক সেশনে তিনি এ সব কথা বলেন।

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টের ডিএসসিএসসির শেখ হাসিনা কমপ্লেক্সে এ সেশন অনুষ্ঠিত হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন এবং জনগণের কাছে জবাবদিহি করে থাকেন। নির্বাহী বিভাগ সংসদের কাছে জবাবদিহি করে থাকে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সরকারের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন স্পিকার।

ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল এনায়েত উল্লাহ, ডিফেন্স সার্ভিস কোর্সে অংশগ্রহণকারীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক এবং ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন