শান্তি পদক পেলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ মে, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: দেশ-জাতি ও সামাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যানে কাজ করায় উৎসাহমূলক মহাত্মা গান্ধি শান্তি পদক পেয়েছেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁঁইয়া। বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ পদক প্রদান করেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।

 

সোমবার দুপুরে পদক পেয়েছেন বলে নিশ্চিত করে তিনি মোহনানিউজকে বলেন, দীর্ঘদিন সমাজসেবায় অবদান ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যানে কাজ করার স্বকৃতিস্বরূপ ভারতের কলকাতা থেকে আমার নামে এ পদক পাঠানো হয়েছে। সাথে একটি সনদও রয়েছে। এতে উৎসাহ পেয়ে আমার কাজের আরো অগ্রগতি হবে।

 

এছাড়াও তিনি মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন। শতাধিক স্বেচ্ছাসেবিদের সহযোগীতায় ব্যক্তিগত অর্থায়নে রমজানে যানজট নিরসনে লক্ষ্যনীয় ভুমিকা রেখেছেন মাসুম ভূঁইয়া। লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদেরকে প্রথম শ্রেণির সকল সুবিধা দিতে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন