শচীনের আরো একটি রেকর্ড ভাঙলেন কোহলি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২০ ১:৫০ অপরাহ্ণ

সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার একমাত্র যোগ্যতা রাখেন তারই উত্তরসূরি বিরাট কোহলি। এ কথা ক্রিকেটবিশ্বে বহুদিন ধরে বলাবলি হচ্ছে। আর তা করেও দেখাচ্ছেন কোহলি। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি।

এবার শচীনের দখলে থাকা এক অনন্য রেকর্ড নিজের করে নিলেন কোহলি।

তা হলো– সবচেয়ে কম ইনিংস খেলে দ্রুততম সময়ে ২২ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁলেন ভারত দলের অধিনায়ক।

রোববার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেন কোহলি।

এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান দাঁড়িয়েছে ২২,০১১।

২২ হাজারি ক্লাবের সদস্য হতে শচীন টেন্ডুলকার খেলেছেন ৪৯৩ ইনিংস।  কিন্তু এই মাইলফলক ছুঁতে কোহলির লেগেছে মাত্র ৪৬২ ইনিংস।

অর্থাৎ শচীনের চেয়ে ৩১ ইনিংস কম খেলে এই রেকর্ড ছুঁলেন কোহলি।

দ্রুততম ২২ হাজার রানের রেকর্ডের তালিকায় কোহলি আর শচীনের পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।

৫১১ ইনিংস খেলে ২২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। ৫১৪ ইনিংস খেলে চতুর্থ অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রানের তালিকায় সবাইকে ছাড়িয়ে গেলেও সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান সংগ্রাহকের তালিকায় এখনও আটে রয়েছেন কোহলি।

সেখানে শচীনই সবার শীর্ষে। ভারতের মাস্টার ব্লাস্টার ৩৪ হাজার ৩৫৭ রান করে নিজের ক্যারিয়ার শেষ করেছেন।

সে হিসাবে শচীন থেকে অনেক পিছিয়ে কোহলি। তবে ক্রিকেটবোদ্ধাদের বিশ্বাস, কোহলি যে গতিতে রান করে যাচ্ছেন, ফিটনেস ঠিক থাকলে হয়তো কিংবদন্তি শচীনকেও ছাড়িয়ে যেতে পারেন।

তথ্যসূত্র: ক্রিকইনফো

মতামতের জন্য সম্পাদক দায়ী নন