লেগ অ্যাটাকে আক্রান্ত হারুনের চিকিৎসার দায়িত্ব নিলেন যুবলীগ সভাপতি টিপু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ১:৩৬ পূর্বাহ্ণ

লেগ অ্যাটাক বা পায়ের অ্যাটাকে আক্রান্ত হারুনুর রশিদের চিকিৎসার দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

 

শুক্রবার (৭ আগষ্ট) রাতে অসুস্থ হারুনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসার দায়িত্ব নেন তিনি।

 

হারুন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কালাজি বাড়ির মো. ইউছুফের ছেলে।

 

জানা গেছে, অসচ্ছল পরিবারের হারুন দীর্ঘদিন ধরে লেগ আট্যাক নামক রোগে ভুগছে। পরে তার পরিবার সদর হাসপাতালে ভর্তি করায়। শুক্রবার বিকেলে চিকিৎসকের সাথে কথা বলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সালাহ্ উদ্দিন টিপু। এসময় তার পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

 

এর আগেও ভবানীগঞ্জে এ রোগে আক্রান্ত এক যুবকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। তার একটি পা কাটা। অন্য পাও কাটতে পরামর্শ দিয়েছে চিকিৎসক। পুরো চিকিৎসা শেষে তাকে ব্যবসা করার ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেন এ নেতা।

 

জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু বলেন, ফেসবুকের মাধ্যমে হারুন নামে একজন রোগীর সাহায্যের আবেদন দেখি। পরে হাসপাতালে গিয়ে সত্যতা দেখে তার চিকিৎসার দায়িত্ব নিলাম। তাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন