লক্ষ্মীপুুরে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষায় ৫০ শতাংশ ছাড়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ আগস্ট, ২০১৯ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষা সমূহে সরকার নির্ধারিত মূল্য থেকে ৫০ শতাংশ ছাড় দিয়েছে সেইফ ডায়গনষ্টি এন্ড হিয়ারিং সেন্টারে।


বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটি এসআর রোড (ঢাউন হলের বিপরীদতে) অবস্থিত।


জানা গেছে, ১৫ আগষ্ট (শোকের মাস) উপলক্ষ্যে চলমান ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সেইফ ডায়গনষ্টি এন্ড হিয়ারিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাজু হাসান বলেন, দেশে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষাসমূহে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো কয়েকগুন বেশি অর্থ আদায় করছে। আমরা ডেঙ্গু রোগীদের সহযোগীতা করতে লক্ষ্মীপুরে এ উদ্যোগ নিয়েছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন