লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার কার্যক্রম শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০১৯ ৫:১৯ অপরাহ্ণ

শিশুদের বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করা ও ক্ষুধা নিবারণের লক্ষে সরকারের গৃহীত বিনামূল্যে ‘স্কুল মিল কার্যক্রম’ লক্ষ্মীপুরে শুরু হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের খাবার বেড়ে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে সদর উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করে এই কর্মসূচি চালু করা হয়। এখন থেকে ছাত্র-ছাত্রীরা নিয়মিত বিনামূল্যে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারও পাবে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অর্থায়নে দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির ‘স্কুল মিল কার্যক্রম’ বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে রিসডা-বাংলাদেশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন