লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ জুন, ২০২০ ৪:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযানে একটি ভাড়া বাসা থেকে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। এসময় মো. সোলায়মান (৩৫) নামে এক যুবককেও আটক করা হয়। সোমবার (২৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংক রোড এলাকা থেকে মদসহ ওই যুবককে আটক করা হয়।

আটক সোলায়মান পৌরসভার দক্ষিণ বাঞ্চানগর এলাকার শামছুল ইসলামের ছেলে। তবে রকি নামে তার ভাগিনা রোববার (২৮ জুন) রাতে ৪টি কার্টুনে করে এসব মদ বাসায় এনে রেখেছে বলে সোলায়মানের স্ত্রী তামান্নার দাবী।

র‌্যাব সূত্র জানায়, পানির ট্যাংক এলাকায় এক বাসায় বিপুল পরিমান মদসহ মাদকদ্রব্য আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়েছে। এসময় চার কার্টুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ সোলায়মান নামে এক যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, মাদকদ্রব্য আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপর যুবক রকিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন