লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে আটক ২

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৯ ৯:০৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে অনুমোদনহীন ভোগ্য পণ‌্য বাজারজাত করার দায়ে এসএস ফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের দুই ব‌্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পালপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প।

আটককৃতরা হলেন, সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম। সে সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যামাণ আদালত।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভেজাল ভোগ্য পণ‌্য উৎপাদন করে বাজার জাত করে আসছে প্রতিষ্ঠানটি। এমন গোপন সংবাদ পেয়ে শনিবার র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন