লক্ষ্মীপুরে জোরপূর্বক মাছ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২০ ৭:২১ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় আবুল খায়ের নামে এক মাছ ব্যবসায়ীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আবুল হোসেন ও তাদের লোকজনের বিরুদ্ধে।

জমিতে দেওয়াল নির্মাণে বাঁধা দিলে তারা লোকজন নিয়ে নাহার আক্তার নিলুফা, রাজিয়া বেগম ও আবুল খায়েরসহ ৫-৭ জনকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে আবুল খায়ের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আবুল হোসেনদের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। তারা আমাদের জমি জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করছে।

সম্প্রতি তারা এ জমিতে দেওয়াল নির্মাণ করতে গেলে আমারা বাঁধা দিলে আমাদেরকে মারধর করে রক্তাক্ত করে। পরে আমাদেরকে অস্ত্রসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।

জানা গেছে, জোরপূর্বক জমি দখলে নিয়ে লক্ষ্মীপুর জেলা জজ আদালতে দেওয়ানী ৬৯/১২ইং স্থায়ী নিষেধাজ্ঞার মামলা বিচারাধীন রয়েছে।

এরপরও তারা দেওয়াল নির্মাণ করতে গেলে আবুল খায়ের লক্ষ্মীপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করে। অভিযোগটি আমলে নিয়ে তিনি সদর থানার ওসিকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক আব্দুল আলিম বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে ২৪ জানুয়ারিতে উভয় পক্ষকে নিয়ে বৈঠক হবে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন