লক্ষ্মীপুরে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু, তিন বাড়ি লকডাউন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জুন, ২০২০ ১:২৯ পূর্বাহ্ণ

করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়িতে জ্বর স্বর্দি,শ্বাস কষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি করালে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

এ ঘটনায় পরপরে সদর উপজেলার পার্বতিনগর ইউনিয়েনের সোনাপুর গ্রামের এলাকায় নিহতের বাড়ীরসহ ৩টি বাড়ি লকডাউনে করেছে প্রশাসন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বৃদ্ধ অসুস্থ ছিলেন। হঠাৎ করে আজ সকালে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন ।  পরে তার নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযায়।

 

করোনা উপসর্গ জ্বর স্বর্দি,শ্বাস কষ্ট,সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় ৩টি বাড়িকে লকডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন