লক্ষ্মীপুরে করোনার টিকা প্রয়োগে ১২৮ কর্মীর প্রশিক্ষণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনা টিকা প্রায়োগে তালিকাভূক্ত প্রায় ১২৮ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা সিভিল সার্জন কার্যালয় ও সদর হাসপাতাল মিলনায়তনে পৃথক এ প্রশিক্ষণ দেওয়া হয়।

 

এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার, সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ফারুক।

 

জানা গেছে, ৭ ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীপুরসহ সারাদেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে টিকা প্রয়োগে তালিকাভূক্ত লক্ষ্মীপুরে নার্স, স্বাস্থ্যকর্মী, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ১২৮ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় টিকা প্রয়োগে কাজ করবে।

 

প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর ৬০ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হবে। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জনকে করোনার টিকা প্রয়োগ করে এ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন