লক্ষ্মীপুরে আল্লাহর নাম ফলক নির্মাণের উদ্যোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৯ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পথচারীদেরকে মহান আল্লাহর ৯৯ নাম স্মরন করিয়ে দিতে লক্ষ্মীপুরে নামফলক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা শহরের হোসেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইসমাইল হোসেন বাপ্পি এ উদ্যোগ গ্রহণ করেছেন। শহরের দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্ত্বরে আল্লাহর নামফলক নির্মাণের অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রকৌশলীদের সাথে নকশার বিষয়টিও চূড়ান্ত করেছেন বলে নিশ্চিত করেছেন ওই ব্যবসায়ী।

জানা গেছে, বাপ্পি ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি ইন্টারন্যাশনাল ও বসুন্ধরা সিমেন্টের লক্ষ্মীপুর জেলার পরিবেশক। তার বাবা মোঃ দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও প্রথম শ্রেণির ঠিকাদার।

খোঁজ নিয়ে জানা গেছে, তার ব্যবসা-প্রতিষ্ঠানের আয় থেকে বিভিন্ন মসজিদ মাদ্রসাসহ ধর্মীয় কাজে কিছু অংশ ব্যয় করেন তিনি। তার উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায় নির্মিত হচ্ছে তিনতলা বিশিষ্ট এতিমখানা।

জানতে চাইলে ব্যবসায়ী ইসমাইল হোসেন বাপ্পি বলেন, ছাত্র থাকাকালীন সময় থেকে আমি ব্যবসা করে আসছি। ব্যবসার কিছু অংশ দিয়ে মসজিদ-মাদ্রাসাসহ অসহায়দের জন্য ব্যয় করি। পথচারীদের স্মরণ করিয়ে দিতে মহান আল্লাহর ৯৯ নামের নামলক নির্মাণের উদ্যোগ নিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু করব। (ছবি: ধারণকৃত)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন