লক্ষ্মীপুরের রামগতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টা থেকে পূর্ব চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৯ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে জাকির হোসেন চৌধুরী (নৌকা), নাদিয়া সুলতানা মিলি (টেবিল ফ্যান), কারিমুল মাওলা সাহেদ আলী (আনারস), দেলোয়ার হোসেন (মোটরসাইকেল) ও নুরুল ইসলাম (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৮ টি ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ৩১ জন ও সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ৯ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, এ ইউনিয়নে ২৩ হাজার ৬১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ১২ হাজার ১১১ জন পুরুষ ও ১১ হাজার ৪৯৯ জন নারী ভোটার রয়েছে। উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন