রায়পুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০১৯ ৯:৫৪ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ৪৮তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় রায়পুর সরকারী মার্চ্চেন্টস একাডেমীর মাঠে ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় রায়পুর এল.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করেন।
রায়পুর উপজেল নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. বারাকাত বিন মারুফ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র-ছাত্রী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন