রায়পুরে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী পেল অসহায়রা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা তারেক আজিজ জনির ব্যক্তিগত উদ্যোগে ১৫০ জন অসহায়কে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

করোনা প্রাদুর্ভাব রোধে কাজকর্ম বন্ধ করে ঘরে থাকা দিনমজুর ও অসহায়দের মাঝে চাল-ডাল-ডিম-আলু বিতরণ করা হয়।

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার চরমোহনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে যুবলীগ নেতা নিজ হাতে এসব বিতরণ করেন। এতে হাত ধোয়ার সাবানসহ প্রতিটি পরিবারের জন্য ৪ দিনের খাদ্য সামগ্রী রয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে সবাইকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জনি রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি চরমোহনা ইউনিয়নের বাসিন্দা। জানতে চাইলে যুবলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে দিনমজুর ও অসহায় মানুষগুলো কাজ বন্ধ করে ঘরে আশ্রয় নিয়েছে।

এদের খুব স্বল্প উপার্জনে সংসার চলতো। কিন্তু এখন উপার্জন বন্ধ, তাদেরকেও কস্ট করে চলতে হবে। এজন্য সাধ্য মতো সহযোগীতা করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করছি, সমাজের বিত্তবানরাও তাদের সহযোগীতায় এগিয়ে আসবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন