রামগতিতে ঈদের জামা পেল সুবিধাবঞ্চিত মানুষ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ জুন, ২০১৯ ৪:৫০ অপরাহ্ণ

জামাল উদ্দিন বাবলু: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস এসোসিয়েশন অফ হেলপিং পুওর’ লক্ষ্মীপুর জেলা সদস্যদের উদ্যোগে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে লক্ষ্মীপুরের রামগতির চর জগবন্ধু এলাকায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে এসব জামা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন অফ হেলপিং পুওর লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক ফারভেজ কামাল, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেরাব জিসান, সহ-রক্ত বিষয়ক সম্পাদক মিথিলা পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাওন অধিকারী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারহানা মিম, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা পিতু, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রিমা, সদস্য আল-আমিন রনি, মাহমুদুল, পিজি, রিফাতসহ প্রমুখ।

শুধু নিজেরা নতুন জামা দিয়ে ঈদ করবে সবাইকে এমন মনোভাব দূর করতে হবে। নদীরপাড়ের সুবিধাবঞ্চিত মানুষও ঈদ করবে নতুন জামা দিয়ে। ফ্রেন্ডস এসোসিয়েশন অফ হেলপিং পুওর লক্ষ্মীপুর জেলা সংগঠন প্রতি বছরের মত এবারও তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈদের নতুন জামা বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন