যে কোনো ধরনের জুয়াখেলা কবিরা গুনাহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ মে, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ

জুয়া একটি ক্ষতিকর খেলা। ইসলামে সব ধরনের জুয়াখেলা নিষিদ্ধ। এটি একটি কবিরা গুনাহ। দাবা তাস পাশা অথবা যে উপায়েই জুয়াখেলা হোক না কেন, তার উদ্দেশ্য থাকে অপর মানুষের সম্পদ আত্মসাৎ ও লুণ্ঠন। পবিত্র কোরআনে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জুয়া থেকে দূরে থাকার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে ‘হে মুমিনগণ— মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য গণনা এসব শয়তানের অপবিত্র কাজ। অতএব, এসব থেকে বেঁচে থাক- যাতে তোমরা সাফল্য লাভ করতে পার। শয়তান তো মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে চায়, তোমরা কি নিবৃত্ত হবে? (সূরা আল মায়েদা- ৯০, ৯১)।

দাবা, তাস, পাশা অথবা অন্য যে কোনো উপায়ে জুয়াখেলা হোক ওই আয়াতের মাধ্যমে সেগুলোর সবকিছুই অবৈধ ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা বাকারার ১৮৮নং আয়াতে আল্লাহপাক বলেন, ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ কর না।’ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু লোক আছে যারা অবৈধভাবে আল্লাহর (আল্লাহর বান্দাদের) সম্পদে হস্তক্ষেপ করে, কেয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম সুনির্ধারিত। (বোখারি)। বোখারির আরেক হাদিসে রসুলুল্লাহ (সা.) বলেন, যে লোক তার সাথীকে আহ্বান করে— এসো তোমার সঙ্গে জুয়া খেলব, তবে তার (কাফফারাস্বরূপ) সদকা দেওয়া উচিত। উপরোক্ত হাদিসে স্পষ্ট জুয়ার ব্যাপারে শুধু মুখের প্রস্তাবেই যদি কাফফারা বা সদকা দেওয়া আবশ্যক হয়, তবে তা বাস্তবে রূপ দিলে তাতে কী পরিণতি দাঁড়াবে ভেবে দেখার বিষয়। অর্থের লেনদেন না করে যদি শুধু আনন্দ-বিনোদনের জন্য তাস ও দাবা খেলা হয় সে সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তবে অর্থের লেনদেনমুক্ত হলে তা যে হারাম আলেমরা সে ব্যাপারে একমত। শর নিক্ষেপ বা পাশাজাতীয় জুয়াখেলা হারাম হওয়ার ব্যাপারেও ইমামরা ঐকমত্য পোষণ করেন। কেননা রসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে লোক শর নিক্ষেপ করল (বা পাশা খেলল) সে যেন নিজের হাতকে শূকরের গোশত ও রক্তে রঞ্জিত করল।’—মুসলিম। জুয়াখেলা মানুষের পারিবারক ও সামাজিক জীবনে দুর্ভোগ সৃষ্টি করে। জুয়াখেলায় অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে। জুয়াড়িরা অনেক সময় জুয়াখেলায় নিজের স্ত্রী ও সন্তানদের বিনিময়েও দান চালে। ইসলামে যে কারণে এ ক্ষতিকর খেলা থেকে নিজেদের রক্ষার তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জুয়া থেকে নিরাপদ দূরে থাকার তৌফিক দান করুন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন