যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে ৪৫ প্রতিবন্ধি পেল হুইলচেয়ার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২০ ২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ৪৫ জন শারিরীক প্রতিবন্ধিকে হুইলচেয়ার ও ৫ জন দৃষ্টিহীনের মাঝে ছড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা যুবলীগের উদ্যোগে তমিজ মার্কেট এলাকায় আয়োজিত আলোচনা সভায় এসব বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, যুবলীগ নেতা তফছির আহম্মেদ, আমির হোসেন আমু, মোফাচ্ছের হোসেন চুন্নু ও আবদুর রাজ্জাক রাসেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

দলীয় সূত্র জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২ টা ১ মিনিটে কেক কাটা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় কমিটির নতৃত্বে যুবলীগ সবসময় অসহায়দের পাশে আছে। সে লক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে জেলা যুবলীগের অর্থায়নে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার ও ছড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের যেকোন ক্রান্তিলগ্নে যুবলীগ প্রস্তুত রয়েছে। করোনাকালীন ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুরের যুবলীগ অসহায় ও মধ্যবিত্তদের পাশে ছিলো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন