যুক্তরাজ্যে ১০ জনের ১ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ

সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ১ হাজার ১৯ জনে। ২৪ ঘন্টায় মারা গেছে ২৬০ জন মানুষ।  সরকারী হিসেব মতে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার। তবে দেশটির হেলথ কেয়ার ডেটা অ্যানালাইসিস কম্পানী এজ হেলথ বলছে যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ১৬ লাখেরও বেশি মানুষ।

দ্যা সানডে টেলিগ্রাফের দেওয়া তথ্য মতে, প্রতিদিন ২০ শতাংশ হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সে হিসেবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৮ লাখ। হেলথ কেয়ার ডেটা অ্যানালাইসিস কম্পানী এজ হেলথ বলছে, সরকারী হিসেব মতে ২৬ মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার, তবে  পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যা  ১৬ লাখ ১৪ হাজার ৫০৫ জন। গবেষণা বলছে দেশটিতে ১০ জনের ১ জন করোনায় আক্রান্ত। সাউথওয়ার্ক, কেন্সিংটন, ল্যামবেথ, ব্রেন্ট, চেলসা, হ্যারো, ওয়ার্ডওর্থ, ওয়েস্টমিনিস্টারের পরিস্থিতি খারাপ হচ্ছে সবচেয়ে বেশি। বার্মিংহামের ২৩ জনের ১ জন  করোনায় আক্রান্ত হচ্ছে, যেখানে মোট আক্রান্তের  সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪ জন।

সাউথওয়ার্কে গেল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ২৫৩ জন শনাক্ত করা হয়েছে। গবেষকদের মতে এ সংখ্যা ৪৯ হাজার ১৩৯। এজ হেলথের সহকারী পরিচালক জর্জ ব্যাচেলর বলছেন,আগামী দু সপ্তাহের মধ্যে দ্রুত বাড়বে করোনা রোগীর সংখ্যা।

গবেষণা বলছে, শুধুমাত্র লন্ডনে করোনায় মৃতের হার ০.৭ শতাংশ যেখানে  দেশের বাকি অংশে এ হার শতকরা ০.৯ ভাগ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন