মিয়ানমারে আরো ১৫ বিক্ষোভকারী নিহত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। বুধবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন ইয়াঙ্গুন ও অন্য কয়েকটি শহরে বোমা বিস্ফোরণও ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী।

গত দু’মাসের বিক্ষোভে মিয়ানমারে এ পর্যন্ত প্রাণ গেছে ৬শর বেশি মানুষের। আটক করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে। এদিকে, যুক্তরাজ্যে মিয়ানমার দূতাবাস অবরুদ্ধ করে রেখেছে সামরিক কর্মকর্তারা। এছাড়া জান্তা সরকারের বিরোধিতা করায়, ব্রিটেনে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে অব্যাহতির ঘোষণাও দেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন