মায়ের কাছে না বলা কথা গুলো চিঠির মাধ্যমে ব্যক্ত করলো শিক্ষার্থীরা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ

“মায়ের ভাষায় মাকে লিখি’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মায়ের কাছে চিঠি লিখে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ভাষার প্রদীপ এই আয়োজন করে। শনিবার সকাল ১০ টার দিকে চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম।
প্রতিযোগিতা উদ্বোধন করেন, চাটখিল সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার রোজি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দীপ্ত, উপজেলা সহকারী প্রকৌশলী ওমর ফারুক।


অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা এবং সমন্বয়ক হিসেবে ছিলেন সহকারী খাদ্য পরিদর্শক নুরুল কবির তুষার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক সিদ্দিকী ফরহাদ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আবু তাহের ইবু ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, ভাষার প্রদীপের প্রধান সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত, ভাষার প্রদীপের সদস্য মো: রিয়াদ হোসেন, শাহনিম সাইফ রুহান, হৃদয় প্রমুখ।


প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩ টি ক্যাটাগরিতে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন