মায়ের ইচ্ছেতে সব

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২০ ১:৪২ পূর্বাহ্ণ

থিমের চাপে নাভিশ্বাস
হারিয়েছিলো প্রাণ….
মায়ের পুজোটা গৌন হয়ে
আড়ম্বরেই ছিলো মান…
বিস্মিত ভাবনার শিল্পের কাজ
মূর্তি মন্ডপ আলোর মালা…
চোখ মেলে সব দেখতে গিয়ে
মায়ের মুখটাই ভোলা….
ভীড়ের চাপে হুইশেলের আওয়াজ
ক্রমাগত এগিয়ে যাওয়া….
মায়ের সামনে কোনমতে পৌছে
জোর হাত করে নেওয়া…
প্যান্ডেল থেকে প্যান্ডেল সব
একই গতে বাঁধা….
কম্পিটিশনের ইঁদুর দৌড়ে
চোখে লাগতো ধাঁধা…
থিমের কাছে এভাবেই হলো
সাবেকিয়ানার হার….
পুজো বদলে উৎসব এলো
বাঙালির আব্দার….
স্রোতের মুখে মা দূর্গাও
ভিন্ন ভিন্ন রূপে ….
জৌলুসের মাঝে খুঁজে ফিরতাম
মাকে আদি স্বরূপে…
সবার অলক্ষ্যে মাও বুঝি
কষ্ট পেতো মনে….
ভাঙাচোরার থিমের খেলার
বিশাল আয়োজনে….
আজ এ মহামারীর বিষাদ দিনে
সবাই ফিরেছে পুজোয়….
আড়ম্বরটা ফিকে হয়েছে
মায়ের আরাধনায়….
এটাই হয়তো মায়ের চাওয়া
বুঝিয়ে দিলেন শেষে…
পুজোটা হোক নিয়ম নিষ্ঠায়
বাকিটা উৎসবের রেশে…
লেখেছেন: শ্রীপর্ণা রায়

মতামতের জন্য সম্পাদক দায়ী নন