ভোলায় ২ নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে কৃষক দলের বিক্ষোভ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যারকান্ডের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে কৃষক দল।

 

রোববার (৭ আগস্ট) দুপুরে জেলা কৃষকদলের উদ্যোগে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহরের মোহাম্মদ আলী সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সহ-সভাপতি বদরুল আলম শ্যামল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল। এসময় অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে। স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে ভোলায় আমাদের দুই নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সরকার জনবিচ্ছিন্ন। দেশের জনগণ আজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

 

প্রসঙ্গত, ৩১ জুলাই লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ-বিএনিপর সংঘর্ষের ঘটনায় গুলিতে ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহত হন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন